১ . এক নজরে গালিমপুর ইউনিয়ন পরিষদ :-
গালিমপুর ইউনিয়ন ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার অন্যতম একটি ইউনিয়ন।ঢাকা শহরের জিরো পয়েন্ট হিসাবে পরিচিত জিপিও থেকে বাসযোগে এক ঘন্টার দুরত্বে অবস্থিত এই ইউনিয়নটি ঐতিহ্যবাহী ইছামতি নদীর তীরে অবস্থিত। এর এক পাশে ইছামতি নদী ও অন্য একপাশে ঐতিহ্যবাহী আড়িয়াল বিল এই ইউনিয়ন কে যতোখানি অপরুপ সুন্দর ও মনোহর করে তুলেছে, সবুজ প্রকৃতিও ঠিক ততোখানি সোন্দর্য্য ঢেলে দিয়েছে এই ইউনিয়ন কে। শৈশবের কবিতায় পড়া সেই ছবির মতো গ্রাম যেন বাস্তবেই হাতের আঙ্গুলে ছুয়ে দেওয়া দূরত্বে নেমে আসে এই ইউনিয়ন এর গ্রামগুলো দেখতে।
ক. নাম : : গালিমপুর ইউনিয়ন পরিষদ ।
খ. আয়তন : :৮.৬৫ (বর্গ কিলো মিটার)।
গ. মৌজা : :০২ টি ।
ঘ. গ্রাম: : ১৭ টি ।
ঙ. লোক সংখ্যা : ১২,৮২৯ জন (প্রায় ) (সর্বশেষ ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী)
পুরুষ : ৬,০৩৮ জন
নারী : ৬,৭৯১ জন
চ. উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম : সিএনজি, রিক্সা, অটোরিক্সা ইত্যাদি।
ছ . শিক্ষার হার : ৬০.২৯ % ( ২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
জ. শিক্ষা প্রতিষ্ঠান :-
সরকারী প্রাথমিক বিদ্যালয় : ০২ টি ।
বে- সরকারী রেজি:প্রা: বিদ্যালয় : ০২ টি।
মাধ্যমিক বিদ্যালয় : ০২ টি ।
নিন্ম মাধ্যমিক বিদ্যালয় : ০৩ টি।
মাদরাসা : ০২ টি
কলেজ : ০১ টি।
ঝ . জন্ম নিবন্ধন এর হার : ৮৫ %
ঞ. স্যানিটারী ল্যাট্রিন ব্যবহার কারীর হার : ৯৫%
ট . সুপেয় পানি ব্যবহারকারীর হার : ৬৫ %
ঠ . বিভিন্ন পেশাজীবি :
# কৃষি – ২৫%
# চাকুরী – ৫০%
# ব্যবসা -১২ %
# অন্যান্য – ১৩%
ড . ঐতিহাসিক / পযর্টন স্থান :- হযরত ঈমান আলী শাহ ( বন্ধু শাহ) এর মাজার ও হযরত আফাজ উদ্দিন শাহ এর মাজার।
ঢ . স্বাস্থ্য ক্লিনিক : ০৩ টি।
ণ. পোষ্ট অফিস : ০১ টি।
ত . ধর্মীয় প্রতিষ্ঠান :
মসজিদ : ২০ টি।
মন্দির : ০৬ টি।
গীর্জা : নাই ।
আশ্রম : নাই।
থ. কবরস্থান : ০৯ টি।
দ. ক্লাব :০৬ টি।
ধ. এনজিও : ০২ টি।
ন. দায়িত্বরত চেয়ারম্যান : জনাব মো: আজিজুর রহমান ভূইয়া
প. নবগঠিত পরিষদের বিবরন :
১) শপথ গ্রহনের তারিখ : ১৭/০২/২০২২ ইং
২) প্রথম সভার তারিখ : ০১/০৩/২০২২ ইং
৩) মেয়াদউত্তীর্নের তারিখ : ০১/০৩/২০২৮ ইং
ফ. ইউনিয়ন পরিষদের জন বল :
১) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান : ০১ জন।
২) ইউনিয়ন পরিষদের সদস্য : ১২ জন।
৩) ইউনিয়ন পরিসদের সচিব : ০১ জন।
৪) দফাদার ও গ্রাম পুলিশ : ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস